মুহাম্মাদ শোয়াইব : সেনাবাহিনীর লাগাতার হামলা-নির্যাতন-ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে জীবনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে আর মিয়ানমার নিজ বাড়িঘরে ফিরে যেতে না পারে, সে জন্য এবার মিয়ানমার সীমান্তে পুঁতা হচ্ছে প্রাণঘাতি স্থলমাইন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের শহিদুল হক নামের এক কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত কয়েকদিন যাবত মিয়ানমার মাইন পোঁতার কাজ করছে। মাইন বিস্ফোরণে চলতি সপ্তাহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা যায়। তারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে দুজন শিশুও রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশের একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, সীমান্তে মাইন পেতে রাখার এবং এসব মাইনে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের হতাহত হওয়ার কিছু কিছু খবর তারাও পাচ্ছেন।
উল্লেখ্য, গত ১৩ দিনে দেড় লক্ষাধিক রোহিঙ্গা নির্যাতনের ভয়ে এখন বাংলাদেশে অবস্থান করছে। এরকম হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফলে তারা সীমান্তেই অবস্থান করছে।
সূত্র : আনাদুল