বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকার মিরপুরের মাজার রোডের ভাঙ্গা ওয়ালের গলির  একটি বাসায় এক জঙ্গি অবস্থান করার সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, ছয়তলা ওই বাড়ির পাঁচতলায় আবদুল্লাহ নামে এক জেএমবি নেতাকে সপরিবারে অবস্থান করছেন। র‌্যাব তাকে আত্মসমর্পণের আহবান জারিয়েছে। তবে এখনো পযন্ত কোনো সাড়া পাওয়া যায় নি।
এর আগে টাঙ্গাইলের এলেঙ্গায় মরসুন্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে আটক করে র‌্যাব।
সোমবার রাতের ওই অভিযানে আটক হওয়ার পর তাকে তাদের কাছ থেকে মিরপুরের এই জঙ্গির অবস্থানের তথ্য পায় র‌্যাব। সোমবার রাত ১২টা থেকে র‌্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে।
এ সময় পরপর তিনটি বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ওই বাড়ি থেকে ৬৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বাড়ির পাঁচতলায় আবদুল্লাহ নামে একজন কবুতর ব্যবসায়ী গত দুই/তিন বছর ধরে বসবাস করছে। আমরা টাঙ্গাইলের অভিযান থেকেই এই আবদুল্লাহর তথ্য পেয়েছি।
তিনি আরো বলেন, আবদুল্লাহর সঙ্গে আমরা যোগাযোগ করছি। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ