বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রোহিঙ্গা গনহত্যা: বার্লিনে মুসলমানদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ ও নির্যাতনের প্রতিবাদে বার্লিনে মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে সেখানকার মুসলমানরা। শনিবার এ বিক্ষোভ প্রতিবাদ হয়। বিক্ষোভকারীরা রোহিঙ্গা মুসলমানদের সাহায্যে এগিয়ে আসার জন্যে বিশ্ববাসীর কাছে আহবান জানায়।

তার্কিশ কম্যুনিটি অব বার্লিন এ বিক্ষোভের আয়োজন করে। তাদের সহায়তা করে বার্লিনের আরো বেশ কয়েকটি এনজিও। বিক্ষোভ সমাবেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতন ও সহিংসতা নিন্দা জানিয়ে এক বিবৃতি পাঠ করা হয়। বিবৃতিতে বলা হয় রোহিঙ্গা মুসলমানরা একা হয়ে গেছে তাদের দুর্দশায় বিশ্ববাসির এগিয়ে আসা উচিত।

এছাড়াও, বিক্ষোভকারীদের হাতে ব্যানার ছিল, তাতে লেখা ছিল, ‘ স্টপ জেনোসাইড ইন মিয়ানমার, ও ‘উই আর অল হিউম্যান’ অর্থাৎ ইংরেজি ও জার্মানি ভাষায় এ লেখার অর্থ হচ্ছে ‘মিয়ানমারে গণহত্যা বন্ধ কর’ ও ‘আমরা সবাই মানুষ’।

গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী আরাকানের রাখাইন অঞ্চলে সার্জিক্যাল অপারেশন শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে।

মিয়ানমারে দীর্ঘদিন থেকে চলে আসা রোহিঙ্গাদের ওপর নির্যাতন ২০১২ সালে সহিংসতায় রুপ নেয়। জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে রোহিঙ্গাদের ওপর নির্যাতন অমানবিক ও বিপর্যয় ছাড়া কিছুই নয়।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ