আওয়ার ইসলাম : আমেরিকায় অবস্থিত রাশিয়ার ৩ টি কূটনৈতিক স্থাপনার দখল নিয়েছে দেশটির সরকার। রাশিয়ার তীব্র প্রতিবাদ উপেক্ষা করেই মার্কিন সরকার স্থাপনাগুলোর দখল নিয়েছে।রাশিয়া বলেছে, মার্কিন সরকার বলদর্পী নীতি অনুসরণ করছে এবং এ ঘটনা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।
গতকাল (শনিবার) স্যান ফ্যান্সিসকো, ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে অবস্থিত রাশিয়ার ৩ টি বাণিজ্য মিশন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়ার পর আমেরিকা এসব মিশনের দখল নেয়।
গত মাসে রাশিয়া ৪৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার পর ওয়াশিংটন এ পদক্ষেপ নিল।
গত জানুয়ারি মাসে আমেরিকাও বহুসংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল।
ওয়াশিংটনে রুশ দূতাবাসের মুখপাত্র নিকোলাই লাখোনিন সাংবাদিকদের জানান, রাজধানী ওয়াশিংটনে বাণিজ্য মিশনের কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেয়া হয়েছে।
আমেরিকায় রুশ বাণিজ্য মিশনের প্রধান আলেকজান্ডার স্টাডনিকও একই অভিযোগ করে বলেছেন, আমেরিকা এসব ভবনের ওপর থেকে কূটনৈতিক নিরাপত্তা তুলে নিয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সূত্র : পার্সটুডে