ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা তৃতীয়বারের মতো পুনর্গঠন করা হয়েছে। আজ রোববার সকালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় নতুন নয় সদস্য শপথ নিয়েছেন। চলতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কয়েকজনের পদত্যাগের পর নতুন এই নয়জনের নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পূর্ণমন্ত্রী পদে উন্নীত হয়েছেন প্রতিমন্ত্রী পদে থাকা ৪ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লোকসভার সদস্য রাজকুমার সিং ও অনন্ত কুমার হেজ, বিহারের বিজেপির সংসদ সদস্য অশ্বিনী কুমার চৌবে, মধ্যপ্রদেশের সংসদ সদস্য বীরেন্দ্র কুমার, উত্তরপ্রদেশের রাজ্যসভার সদস্য শিব প্রতাপ শুক্লা, সাবেক কূটনীতিক হারদীপ সিং পুরি, মুম্বাই পুলিশের প্রাক্তন প্রধান কর্মকর্তা সত্যপাল সিং, সাবেক আইএএস কর্মকর্তা আলফন্স কান্নানথানাম ও আর কে সিং, যোধপুরের লোকসভার সদস্য গজেন্দ্র সিং শেখাওয়াত নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এ ছাড়া মুখতার আব্বাস নাকভি, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামণ এবং পীযূষ গয়ালকে পদোন্নতি দিয়ে পূর্ণমন্ত্রীর মর্যাদায় উন্নীত করা হয়েছে।
আজ রোববার সকালে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মন্ত্রিসভার নতুন ও পদোন্নতি পাওয়া সদস্যদের শপথ পাঠ করান। তবে কে কোন দপ্তর পাচ্ছেন তা এখনো জানা যায়নি। দেশটির সংবাদমাধ্যমের দাবি, মন্ত্রিসভায় আরো রদবদলের সম্ভাবনা রয়েছে।
২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর মন্ত্রিসভায় তৃতীয় রদবদল। বিশেষজ্ঞের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০১৯ সালের কেন্দ্রীয় নির্বাচনকে ঘিরেই ক্ষমতাসীন মোদি সরকারের মন্ত্রিসভায় এই রদবদল।
আরএম