আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত একজনও গৃহহীন থাকবে না।তাদের সহায়তার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার গণভবনে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে কূটনীতিক, বিচারপতি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বন্যায় সরকার যেভাবে অসহায় মানুষের পাশে রয়েছে আগামীতেও গৃহহীন মানুষের সহায়তায় পদক্ষেপ নেওয়া হবে। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘কিছুদিন আগে যে বন্যা হয়েছে সে বন্যা আমরা মোকাবিলা করেছি। নদীভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, তাদের আমরা ঘরবাড়ি তৈরি করা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। ইনশাল্লাহ এই বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে অর্থনৈতিকেভাবে উন্নত সমৃদ্ধ দেশ। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এর সুফল দেশের মানুষ পাচ্ছে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে যান বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএম