আওয়ার ইসলাম : এবার ফিলিস্তিনিদের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে বাধা দিলো এক ইসরায়েলি মেয়র ও স্থানীয় পুলিশ।
শুক্রবার ইসরায়েলের শহর লিডাতে এই ঘটনা ঘটে।
শুক্রবার ঈদুল আজহার নামাজের সময় মধ্য ইসরায়েলের শহর লিডার মেয়র ইয়ার রেভিভো পুলিশ নিয়ে স্থানীয় মসজিদে প্রবেশ করেন।
তিনি মসজিদের মাইকে আজান দেওয়াকে শব্দ দূষণ হিসেবে আখ্যায়িত করেন। এ সময় তিনি মুসল্লিদের নামাজ পড়াতে বাধা দেন। এক পর্যায়ে মুসল্লিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
মেয়রের দাবি, কোনও এক মুসল্লি তার হাতে আঘাত করেছেন। তবে মুসল্লিরা দাবি করেছেন, মেয়রের আচরণ ছিল বর্ণবাদী ও প্ররোচনামূলক। মুসল্লিরা জানান, মেয়র সংঘাত সৃষ্টির জন্য অজুহাত খুঁজছিলেন।
মসজিদে উপস্থিত এক মুসল্লি জানান, ইসরায়েলি পুলিশ চেষ্টা করে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের সরিয়ে দিতে।
এদিকে, শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায়ে আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি। বিভিন্ন ইসলামি ও আরব দেশ থেকেও মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসেন আল-আকসায়।