ইবনে হারুন : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের দোয়ায় দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষকে বিপদ থেকে উদ্ধারে আল্লাহর করুণা প্রার্থনা করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে এই দোয়া প্রার্থনা করা হয়।
ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও দশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় দেশের বন্যা কবলিত মানুষের জন্য এবং মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গ মুসলিমদের মুক্তির জন্য বিশেষভাবে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।
আজ যারা পশু কোরবানি দেবেন তাঁদের কোরবানি গ্রহণ করতে এবং সকলের পাপ মোচনের জন্যও নামজ শেষে দোয়া চাওয়া হয়। বর্তমানে দেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় প্রধান জামাত থেকে। সেইসঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজত করতে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া হয়।
প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।এর আগে সকাল থেকেই ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন নানা বয়সী মানুষ। এজন্য তাঁদের কয়েকস্তরের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়।