আওয়ার ইসলাম : ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর বৃহস্পতিবার দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদারক করবেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
বিভিন্ন সূত্রে জানা যায়, ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠার পর দুদকের কাছে ওই এজেন্সিগুলোর বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ আসে। ওই অভিযোগ ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য আমলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
এর আগে মঙ্গলবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান বলেন, ভিসা পাওয়ার পরেও হজে যেতে না পেরে ৯৮জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর ভিসা পেয়েও হজে যেতে পারেননি ৩৬৭ জন।
এবার ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন বাংলাদেশি হজে যাওয়ার ভিসা পেয়েছিলেন। এদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি গিয়েছেন। সেই হিসেবে ৩৬৭ জন বিভিন্ন কারণে হজে যেতে পারেননি বলে জানান তিনি।
এমআর