আওয়ার ইসলাম : দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। আগামীকাল সকাল ৯ অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত।
আগামীকাল ১৯০তম ঈদ জামাতে ইমামতি করবেন শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ হজে থাকায় তার অনুপস্থিতিতে নামাজ পড়াবেন তিনি।
মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে রেলওয়ে।
গত বছরের ঈদুল ফিতরে শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এবার প্রশাসন বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনস্তরের নিরাপত্তায় থাকছে র্যাব-পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি। ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। মেটাল ডিটেক্টরে দেহ তল্লাসীর পর নির্ধারিত গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া হবে মুসল্লিদের।
আড়াই’শ বছর আগে শোলাকিয়া ঈদগাহ প্রতিষ্ঠা করেন শহরের হয়বতনগর সাহেব বাড়ির লোকজন। প্রায় ৭ একর আয়তনের এ মাঠে প্রতি বছর ঈদের সময় দেশ-বিদেশের লাখো মুসল্লি ঈদের জামাত আদায় করেন।
তবে কুরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল আযহায় মুসল্লি সমাগম কম হয়।