বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

দা ছুরি বিক্রিতেও সাবধান: র‍্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ছুরি, কাঁচি, দা ইত্যাদি ধারালো অস্ত্র বিক্রির সময় সাবধানতা অবলম্বন করতে বিক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। যদি ক্রেতাকে সন্দেহ হয়, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে খবর দিতেও অনুরোধ করেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর আফতাবনগর পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে এসব কথা জানান র‍্যাব মহাপরিচালক।

এ সময় রাজধানীতে যেন যেখানে সেখানে পশু কোরবানি করা না হয় সে জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান র‍্যাবের এই শীর্ষ কর্মকর্তা। সরকার নির্ধারিত স্থানেই পশু কোরবানির আহবান জানান তিনি।

ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার কারণে চুরি ছিনতাই বা অন্য অপরাধ যেন সংঘটিত হতে না পারে সে জন্য রাজধানীর সব বাসাবাড়ি, অফিস, ব্যাংক এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বেনজীর আহমেদ।

এমআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ