আওয়ার ইসলাম : বন্যার কারণে দেশে ব্যাপক ফসলহানি হয়েছে। এ অবস্থায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আরও তিন লাখ মেট্রিক ৩ লাখ টন চাল আমদানি করছে সরকার।বাংলাদেশেন প্রতিবেশী রাষ্ট্র কম্বডিয়া থেকে এ চাল আমদানি করা হবে বলে জানিয়েছে
আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কম্বডিয়া থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল সরকার থেকে সরকার পর্যায়ে আমদানির জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রতি মেট্রিক টন ৪৫৩ ইউএস ডলার হিসাবে আড়াই লাখ টন চাল আমদানিতে বাংলাদেশি টাকায় মোট খরচ হবে ৯৩৯ কোটি ৯৭ লাখ টাকা।
অপরদিকে দরপত্র আহ্বান ব্যতীত জরুরিভাবে রাষ্ট্রীয় প্রয়োজনে কম্বডিয়া থেকে সরকার থেকে সরকার পর্যায়ে আরও আড়াই লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
এমআর