আওয়ার ইসলাম : চলমান বন্যা পরিস্থিতর কারণে আমাদের দেশের অবস্থা অনেক ভয়াবহ। প্রায় ৩৯ টি জেলার ১ কোটিরও বেশি মানুষ পানিবন্ধী। বন্যায় ক্ষতিগ্রস্থ আমাদের দেশের অনেক পরিবার।
বিভিন্ন মাধ্যমে খবর জানা যায়, এ বছর বন্যার পরিমাণ ছিল আমাদের দেশে বিগত সময়ে হয়ে যাওয়া বন্যার চেয়েও ভয়াবহ। ১৯৯৮ সালের তুলনায়ও এ বছরের বন্যা প্রকট ছিল।
বিশেষত: উত্তরবঙ্গের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহসহ দেশের অনেক অঞ্চল। তাই বিভিন্ন সংগঠনের মতো বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ওলামায়ে কিরামও।
মধুপুরের পীর আলহাজ মাওলানা আব্দুল হামিদ উত্তরবঙ্গের লালমনিরহাটে ত্রাণ বিতরণের জন্য একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন। প্রতিনিধি দলের তত্ত্বধানে আছেন, হযরতের সাহেবজাদা আলহাজ হাফেজ মাওলানা আহমাদুল্লাহ। কাফেলায় সাথে আছেন, মাওলানা আব্দুর রউফ, শিক্ষক ধর্মশুর মাদরাস, মাওলানা মিরাজ হুসাইন, শিক্ষক মক্কিনগর মাদরাসা, মাওলানা ইকরাম হুসাইন, খতিব, চরগলগলিয়া আজগর আলী জামে মসজিদ, মাওলানা বিলাল হুসাইন, শিক্ষক মুন্সিরহাট মাদরাসা ত্রাণ সংগ্রহের এ মহত কাজটি আঞ্জাম দিয়েছে জামিআ আশরাফিয়া কেরাণীগঞ্জ মাদরাসাসহ স্থানীয় কওমী মাদারিস ও ইমাম-খতিবগণ।
যেসব জায়গায় ত্রাণ দেয়া হয়: সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ, হাতিবান্ধা, লালমনিরহাট।যা যা দেয়া হয়: ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১কেজি পিয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১ পেকেট সেমাই, ১ পেকেট দুধ, ১ টি গোসলের সাবান। এবং নগদ কিছু টাকা। সকলের নিকট দোয়া কামনা ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ত্রাণ কাফেলার পক্ষ থেকে।
-এজেড