আওয়ার ইসলাম : মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে, জঘন্য অমানবিক আচরণ করছে। আগুন দিয়ে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে। আরে এ জঘন্য কাজে সেনাবহিনীকে সমর্থন জানাচ্ছে তথাকথিত শান্তির দূত অং সান সুচি। রোহিঙ্গা মুসলমানদের উপর হত্যা নির্যাতনে সমর্থন দেয়ায় অং সান সুচি’র নোবেল পুরস্কার কেড়ে নেয়া উচিত বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহম আবদুল কাদের।
তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর পুরচালিত জাতিগত নির্মূল অভিযান বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তজার্তিক সংস্থাসমূহকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাথে সাথে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দিতে হবে। বাংলাদেশ সরকার পলায়নপর, রক্তমাখা রোহিঙ্গা মুসলমানদের বর্বর মিয়ানমারের সেনাবাহিনীল হাতে তুলে দিতে পারে না। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক আরাকানের রোহিঙ্গা মুসলমানদেকে নির্মমভাবে হত্যা-নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ২৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন খেলাফত সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাসিজ খসরু, হাজী নূর হোসেন, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, হুমায়ুন কবীল আজাদ, কাজী আরিফুর রহমান, মাওলানা ফারুক আহমদ, আমীর আলী হাওলাদার, আলহাজ্ব হারুনূর রশীদ, ডাঃ আবুল কামাল, মুহাম্মদ গিয়াস উদ্দন, মোঃ আবুল কালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন অবিলম্বে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধ করতে হবে, তা না হলে বাংলাদেশের ১৬ কোটি মুসলমান রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে। বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে রোহিঙ্গাদের উপর হত্যা-নির্যাতন বন্ধ না করলে ঈদের পরে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
-এজেড