আওয়ার ইসলাম : মার্কিন মিত্র হওয়ার কারণে পাকিস্তান অনেক দুর্ভোগ সহ্য করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।
তিনি বলেছেন, পাকিস্তানের মিত্র হিসেবে অনেক দুর্ভোগ সহ্য করেছে পাকিস্তান। আর এখন আফগানিস্তানে ১৬ বছরে ধরে যুদ্ধের মার্কিন ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্চে।
তিনি বলেন, আফগান তালেবান আমেরিকা এবং আফগানিস্তানের সমস্যা পাকিস্তানের নয়।
পাকিস্তান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন তিনি। শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এ প্রতিক্রিয়া জানান খাজা আসিফ।
তিনি আরো বলেন, আমেরিকা যদি পাকিস্তানকে বিশ্বাস করতে না পারে তবে দেশটিতে বসবাসরত আফগান শরণার্থীদেরকে অবিলম্বে সরিয়ে নেয়ার ব্যবস্থা আমেরিকার করা উচিত।
পাকিস্তানের ২০ হাজার সেনা সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন, হাজার হাজার পাক সেনা প্রাণ দিয়েছে। পাকিস্তান নিজ ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ উৎখাত করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।