আওয়ার ইসলাম : আমেরিকার আবিষ্কার হিসেবে কথিত ক্রিস্টফর কলম্বাসের মূর্তি সরানোর দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি বরং আমেরিকায় আগ্রাসন চালিয়েছেন। নিউ ইয়র্ক নগরীর ম্যানহাটনের কলম্বাস চত্বরে ১৮৯২ সালে থেকে মূর্তিতে রয়েছে।
ইতালিয় সম্প্রদায় মূর্তিটি নিউ ইয়র্ক নগরীকে উপহার হিসেবে দিয়েছিল। ‘মূর্তিকে ঘৃণার প্রতীক হিসেবে’ বিবেচনা করে যখন এটিকে সরানোর বিষয় বিশেষ টাস্ক ফোর্স বিবেচনা করছে তখন এ বিক্ষোভ হলো। নগরীর মেয়র বিল ডি ব্লাসিও এ টাস্ক ফোর্সকে নিয়োগ দিয়েছেন।
১৪৯২ সালে আমেরিকা আবিষ্কারের দাবি করেছিলেন কলম্বাস। স্পেনিয় সাম্রাজ্যের পক্ষ থেকে অভিযান চালিয়ে ‘নতুন পৃথিবী আবিষ্কার’ করেন বলে দাবি করা হয়। কিন্তু দক্ষিণ আমেরিকা এবং ক্যারাবিয় অঞ্চলের আদিবাসীদের প্রতি নজিরবিহীন নিষ্ঠুর আচরণ করেছেন এবং দাস ব্যবসায় সরাসরি জড়িত ছিলেন তিনি।
সূত্র- পার্সটুডে