মুনশি মুহাম্মাদ আবু দারদা, দেওবন্দ থেকে
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি শায়খুল ইসলাম মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী কুরবানি সামনে রেখে মুসলিমদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ভারতের মুসলমানদের করুণ অবস্থা চলছে৷ এ কারণে মুসলমানদের কুরবানির পশু জবেহ করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন কাম্য৷
বিশেষ করে মুজাফ্ফরনগর এবং তার আশপাশের মুসলমানদের অবস্থা খুবই করুণ৷ তাই ওইসব এলাকার মুসলমানদের উদ্দেশে সতর্কতার জন্য সাদা পশু কুরবানি করতে নিষেধ করা হয়। এ ক্ষেত্রে কালো পশু জহেব করাই উত্তম।
মুসলিমদের পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি কোন এলাকায় কোন ফেতনাবাজ, সন্ত্রাসী কালো পশুও কুরবানি করতে বাধা দেয় তাহলে যেন এলাকা মুরব্বি বা সম্মানিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে কুরবানি করা হয়।
এরপরও কোন এলাকায় কুরবানি করতে বাধা দেয়া হলে যে এলাকায় কুরবানি করতে কোন সমস্যা নেয় সেই এলাকায় গিয়ে কুরবানি করতে হবে।
তিনি বলেন, একান্তই গরু সমস্যা হলে ছাগল কুরবানি দিতে হবে আর সেটাও যদি না করতে দেয় তাহলে নিজের এলাকার থানায় রেজিস্ট্রি করে কুরবানি করতে হবে। যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়৷
যিলহজের প্রথম দশক: ফজিলত ও করণীয়