বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জিয়া আওয়ামী লীগকে নতুন জীবন দিয়েছিলেন: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মেজর জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্জীবন দান করেছিলেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘বাকশালের গুহা থেকে আওয়ামী লীগকে নতুন জীবন দিয়েছেন জিয়াউর রহমান। তিনিই বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার ও চালু করেছেন। পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে তিনি এসব চালু করেন। সেখানে আওয়ামী লীগেরও পুনরুজ্জীবন হয়।’

বিএনপি মহাসচিরের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, ‘বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগ অবৈধ, বহুদলীয় গণতন্ত্র অবৈধ, সংবাদপত্রের স্বাধীনতাও অবৈধ হয়ে যায়। আজকে যে এতগুলো গণমাধ্যম সেগুলোও অবৈধ হয়ে যায়।’

সোমবার (২১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পৌরসভার হানাগর এলাকায় ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন রিজভী।

আমি কী ক্ষমারও যোগ্য নই? কাকরাইলের মাওলানা আবদুল্লাহ

বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ত্রাণ কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির এ ত্রাণ বিতরণে দৃশ্যমান বা পরিদৃশ্যমান কোনও ঘাটতি নেই।’

বন্যা নিয়ে সরকারের তৎপরতার অভাবের অভিযোগ করে রিজভী বলেন, ‘তাদের বরং ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে লাফালাফি করতে দেখছি, বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিতে দেখছি। জনদুর্ভোগ মোকাবিলায় সরকারের কোনও প্রস্তুতি নাই বরং দুঃশাসনকে দীর্ঘায়িত করার জন্য তারা নানা ষড়যন্ত্রে এগিয়ে আছে।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ