আওয়ার ইসলাম : হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, হোয়াইট হাউসের অন্যতম পরামর্শদাতা ট্রাম্প পরিবারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন। একইসঙ্গে রাজনৈতিক দ্বিমতের জেরে তাকে এই পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রিপাবলিকান দলের সঙ্গেও তার মতবিরোধ চলছিল বলে জানা গেছে। এমনকি, হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা ম্যাক মাস্টার এবং জেনারেল কেলির সঙ্গেও তার সমস্যা চলছিল। আর এই বিবাদের জেরেই নিজের পদ খোয়াতে হয় ব্যাননকে।
সূত্র জানিয়েছে, স্টিভ ব্যাননকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তাকে অপসারণ করা হলো। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি এবং স্টিভ ব্যানন একমত হয়েছেন যে (শুক্রবার) স্টিভ ব্যাননের হোয়াইট হাউসে শেষ দিন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার মঙ্গল কামনা করি।
সম্প্রতি উত্তর কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে স্টিভ ব্যাননের মতবিরোধের খবর পাওয়া যায়। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। সিএনএন।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
-এজেড