হামেদ বিন ফরিদ : অক্সিজেনস্থ জামিয়া দারুল আফকার আল-ইসলামিয়ায় "Discover Islam" বাহরাইনের সম্মানিত দাঈ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা শেখ হারুন আজিজি আগমন করেন। শায়খের আগমন উপলক্ষে অত্র জামিয়ায় এক সেমিনারের আয়োজন করা হয়। জামিয়ার সম্মানিত পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জাকারিয়া হাসনাবাদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে জামিয়ার বিভিন্ন স্থরের ছাত্ররা ক্বেরাত, হামদ-নাত, ইসলামী সংগীত পরিবেশন করে।
রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন ও আলোকিত রাউজান নিউজ ২৪.কমের পক্ষ থেকে আল্লামা শেখ হারুন আজিজি এবং অত্র জামিয়ার পরিচালক মাওলানা জাকারিয়া হাসনাবাদী উভয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রাউজান ইসলামী নব জাগরণের সদস্য ও আলোকিত রাউজানের সহ সম্পাদক ইরফান সোলাইমান,নব জাগরণের সদস্য এরশাদুল ইসলাম,আদর্শ ইসলামী গণপাঠাগারে সহ সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।
রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের সদস্য মুহাম্মদ এরশাদুল ইসলাম সংগঠনটির পরিচয় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সর্বশেষে সভাপতি তাঁর বক্তব্যে রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন ও শেখ হারুন আজিজি নদভীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের কৃতজ্ঞতা স্বীকার করেন। শেখ হারুন আজিজি দা. বা. এর সুদীর্ঘ হায়াত কামনা করে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর খেদমতের কথা তুলে ধরেন। পাশাপাশি এই বার তিনি হজ্জে বাইতুল্লায় যাচ্ছেন, তাঁর যাত্রা যেন নিরাপদ হয় সবার দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আল্লামা শেখ হারুন আজিজি নদভী বলেন, "দ্বীনি প্রতিষ্ঠান পড়ুয়া ছাত্র-শিক্ষকদের হীনমন্যতায় ভুগার কোন প্রয়োজন নেই। কারণ, এই দুনিয়াতে একমাত্র দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে ধর্মীয় মাদরাসায় শিক্ষিত আলেম-ওলামাগণই। আমরা যদি হীনমন্যতায় ভুগে দ্বীনের দাওয়াত থেকে পিছে সরে আসি, তাহলে আল্লাহর কাছে আমাদের কোন প্রয়োজন নেই।তিনি আমাদের স্থলে অন্য কাউকে এনে আমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিবেন।
তিনি বলেন, বাহরাইনে বিভিন্ন সেমিনারে আমি বলে থাকি, যদি কেউ সত্যিকারের পীর, দরবেশ দেখতে চান, তাহলে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের চেয়ে বড় পীর আর কেউ হতে পারেনা। কারণ, শুধুমাত্র দ্বীনের স্বার্থে তারা ৪/৫ হাজার টাকা বেতনে চাকুরী করছেন। তারপরও তারা দ্বীনের খেদমত ছেড়ে অন্য পেশায় চলে যায়না।"
তিনি বলেন, যে প্রতিষ্ঠানের সাথে পরিচালকের শেষ রাতের কান্না জড়িত, সেই প্রতিষ্ঠান অবশ্যই একদিন না একদিন সফলতার মুখ দেখবেই। "অতঃপর তিনি অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের সফলতা কামনা বিশেষ মুনাজাত করেন। অনুষ্ঠান শেষে শেখ হারুন আজিজি নদভী অত্র জামিয়ার মেশকাত জামাতে ঘন্টাব্যাপী দরস প্রদান করেন।
-এজেড