বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

‘যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রদের সার্বজনীন ইসলামিক শিক্ষায় পারদর্শী হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী : কওমী মাদরাসা আদর্শ নাগরিক তৈরি করে, শান্তির পতাকাবাহী আলেম উলামা গড়ে তোলে। যারা কওমী মাদরাসাকে এখনো জঙ্গিবাদের আখড়া বলে দাবি করেন তারা বোকার স্বর্গে বাস করে। বস্তুত কওমী মাদরাসা সমূহ হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদের নির্মূল কেন্দ্র বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান।

তিনি যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রদের সার্বজনীন ইসলামিক শিক্ষায় পারদর্শী হওয়ার আহবান জানিয়ে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা ও মাদরাসা ছাত্রদের এগিয়ে আসতে হবে ।

তিনি গতকাল ১৬ আগষ্ট বুধবার দুপুর ১২টায় ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়ায় ‘আল ইসলাহ ছাত্র সংসদ’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জামেয়া মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে তিনি নব মনোনিত ছাত্রসংসদ কর্মীদের শপথ বাক্য পাঠ করান। ছাত্র সংসদের সাবেক জি.এস হাফিজ রাজু আমীন ও নবমনোনীত জি.এস হাফিজ ইকরামুল হক জুনাইদের  উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামেয়ার হোস্টেল তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুস ছুবহান সাহেব, শিক্ষা সচিব মুফতী শফিকুর রহমান সাহেব, সাবেক জি.এস জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ সাহেব, জামেয়ার ভাইস প্রিন্সিপাল, ছাত্র সংসদের সহ-সভাপতি ছামিউর রহমান মুছা সাহেব।

সাবেক জি.এস হাফিজ রাজু আমীনকে আল ইসলাহ ছাত্র সংসদ’র নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে জামেয়ার ক্যাম্পাস সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও অংশ নেন।

নবমনোনীত আল ইসলাহ ছাত্র সংসদের দায়িত্বশীলরা হচ্ছেন-  সভাপতি প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুস সুবাহান, মাওলানা মুফতী শফীকুর রহমান, মাওলানা আশিকুল ইসলাম, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা মুফতী শাব্বীর আহমদ, মাওলানা মুফতী ফেদাউর রহমান দিদার।

সম্পাদনা পরিষদের দায়িত্বশীলরা হচ্ছেন- হাফিজ ইকরামুল হক জুনাইদ জি.এস, হাফিজ উবায়দুর রহমান নাহিদ এ জি.এস, হাফিজ শরীফ হুসাইন এ জি.এস, আব্দুল মালিক কয়েছ অর্থ সম্পাদক, হাফিজ হোসাইন আহমদ সহ অর্থ সম্পাদক, হাফিজ আহসান সাদী সাহিত্য সম্পাদক, আযিযুল ইসলাম মাহফুজ সহ সাহিত্য সম্পাদক, হাফিজ আবু আনাস পাঠাগার সম্পাদক, হাফিজ সায়েম আহমদ সহ পাঠাগার সম্পাদক, হাফিজ রেদওয়ান আহমদ ছাত্র কল্যাণ সম্পাদক, হাফিজ মাহফুজ হুসাইন সহ ছাত্র কল্যাণ সম্পাদক।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ