আওয়ার ইসলাম : দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দলমত নির্বিশেষে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
আজ বুধবার সৌদী আরবের মক্কা থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলাসহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করেছে।
এসব এলাকার পানিবন্দি লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। হাজার হাজার বাড়ি-ঘর, লাখ লাখ হেক্টর ফসলী জমি তলিয়ে গেছে। পানিতে ভেসে যাচ্ছে গবাদিপশুসহ সহায় সম্বল। খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাবে বন্যাকবলিত মানুষের মধ্যে দেখা দিয়েছে হাহাকার। এই মানবেতর পরিস্থিতিতে সরকারিভাবে যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কোন কোন অঞ্চলে এখনো পর্যন্ত কোন ত্রাণ-সামগ্রীই পৌঁছে নি।