আওয়ার ইসলাম : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১৮ আগস্ট থেকে শুরু হবে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। ২ সেপ্টেম্বরকে ঈদ ধরে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
হানিফ পরিবহনের জিএম মো. মোশারফ হুসেইন জানান, এবারের ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট সকাল ছয়টা থেকে বাস কাউন্টারগুলোতে পাওয়া যাবে।
ধারণা করা হচ্ছে, এবার সবচেয়ে বেশি চাপ থাকবে ৩০ ও ৩১ আগস্ট। এ দুই দিন সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন। কেউ কেউ ৩১ আগস্ট অফিস করেই ঢাকা ছাড়বেন। তাই এই দুই দিন সবচেয়ে বেশি চাপ থাকবে।
এদিকে বাস মালিকরা মনে করছেন, রাস্তা খারাপ হওয়ার কারণে এবারের ঈদে বাসের টিকিটের চাহিদা কম থাকবে।
একই কারণে এবার ট্রেনের টিকিটে বেশি চাপ থাকবে বলে মনে করেন একাধিক বাস মালিক।