বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সৌদি বাদশার কাছে দশ নোবেলজয়ীর খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মৃত্যুদণ্ড রদ করতে সৌদি বাদশাহ সালমানের কাছে চিঠি পাঠিয়েছে ১০ নোবেল পুরস্কার বিজয়ী। শিয়া বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৪ ব্যক্তির প্রাণ বাঁচাতে এ উদ্যোগ নিয়েছে নোবেল বিজয়ীরা। ধারণা করা হচ্ছে, দ্রুততম সময়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

সৌদি বাদশাহ সালমানের কাছে লেখা খোলা এ চিঠিতে যারা সই করেছেনআর্চবিশপ ডেসমন্ড টুটু, ইরানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি এবং পূর্ব টিমুরের সাবেক প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাসহ দশজন।

তারা দন্দীদের প্রতি বাদশাহ সালমানের অনুগ্রহ প্রত্যাশা করেছেন।

ভিসা হওয়ার পরও ৯০ ভাগ যাত্রীকে সৌদি পাঠায় ৩৭৭ হজ এজেন্সি

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত জুলাইতে এই ১৪ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। তবে সৌদি বাদশাহ বা যুবরাজ এই মৃত্যুদন্ড অনুমোদন করলেই কেবল তা কার্যকর করা হবে।

১৪ জনের সবাই কাটিফ প্রদেশে বিক্ষোভের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ আনা হয়। সৌদি আরবের এই প্রদেশটিতে দীর্ঘদিন ধরে শিয়াদের মধ্যে অসন্তোষ এবং বিক্ষোভ চলছে।

২০১১ সালে এই প্রদেশের আওয়ামিয়া শহরে আরব বসন্তের বিক্ষোভ শুরু হয়েছিল। এতে নেতৃত্ব দেয়া শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড গত বছর কার্যকর করা হয়। তার বিরুদ্ধে 'সন্ত্রাসবাদে'র অভিযোগ আনা হয়েছিল।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ