বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আমরা আইনীভাবে লড়বো: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সংবিধানে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন "রায়ে অপ্রাসঙ্গিক ও রাজনৈতিক অনেক বক্তব্য এসেছে যা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। তবে আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল।"

আজ এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেছেন "রিভিউ আবেদন করা হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। রায়ের খুঁটিনাটি পর্যালোচনা করা হবে। তবে আমরা প্রাসঙ্গিক বিষয়েই আইনগতভাবে লড়বো।"

সংবিধানে যে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেটি অবৈধ ঘোষণা করে গত মাসে রায় দেয় সুপ্রিম কোর্ট।

উচ্চ আদালতের কোন বিচারপতি যদি সংবিধান লংঘন করেন কিংবা অসদাচরণের দায়ে অভিযুক্ত হন, তাহলে তাকে কিভাবে অপসারণ করা হবে সে বিষয়টি সংবিধানে সংশোধন করা হয়েছিল ২০১৪ সালে।

সংবিধানের ১৬তম সে সংশোধনীতে বলা হয়েছিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকবে। বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ১৬তম সংশোধনীকে বাতিল ঘোষণা করে।তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ