বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সরকারী দলের লোকদের ছত্রছায়ায় সারাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের তুফান চলছে; খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকারী দলের লোকদের ছত্রছায়ায় সারাদেশে হত্যা, ধর্ষণ, নির্যাতনের তুফান চলছে। এসব ন্যাক্কারজনক কাজের দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে। ইসলামী শিক্ষাকে অবজ্ঞা করার কারণে দেশে নৈতিকতার চরম বিপর্যয় ঘটেছে। প্রতিদিন খবরের পাতা ধর্ষণ, খুন, অমানকি কর্মকাণ্ডে সংবাদে ভরপুর। এ অবস্থা উত্তরণে আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে হবে। এজন্য স্কুল কলেজসহ সকল পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার বিকল্প নেই। তিনি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অমানবিক পরিপন্থী কর্মকাণ্ডের হোতাদের কঠোর শাস্তি দাবি করেন। সারাদেশে শিশু, নারী নির্যাতন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।

মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল হালিম, এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, তাওহিদুল ইসলাম তুহিন, খন্দকার সাইফুদ্দিন আহমদ, মনসুরুল আলম মনসুর প্রমুখ।

নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান বলেন, সরকারের লোকজন সারাদেশে ভয়াবহ জুলুম ও নারীদের উপর পাশবিক নির্যাতন চালাচ্ছে। অবিলম্বে চলমান হত্যা, ধর্ষন, নির্যাতন বন্ধ না করলে সবাইকে খোদায়ী গজবে পতিত হতে হবে।

সভাপতির বক্তব্যে জনাব আসগর বলেন ঢাকা মহানগরীর জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যা সমাধানে দুই মেয়র ব্যর্থ হয়েছে। তিনি অবিলম্বে সেনাবাহিনীর সহায়তায় ঢাকা মহানগরীর জলাবদ্ধতা, যানজটসহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর যুগ্মসম্পাদক সাহাবুদ্দিন আহম্মদ খন্দকার, মো: আবুল হোসাইন, মোস্তাফিজুর রহমান ইরান, হাজী নূর হোসেন, কাজী আরিফুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট শায়খুল ইসলাম, মাওলানা আবদুল হক আমিনী, মুহাম্মদ সেলিম হোসাইন, খালেদ হোসেন, ফরিদ উদ্দিন, মাওলানা সরদার নিয়ামত উল্লাহ, মোঃ আবুল কালাম প্রমুখ।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ