বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঐতিহাসিক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন এ রায় ঐতিহাসিক। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি ও সমাজের চিত্র উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারাদেশে আইনজীবীদের মধ্য থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও আহমেদ আযম, যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া প্রমুখ।

যে কারণে সামাজিক কর্মসূচিতে মনোযোগী হচ্ছে ইসলামি দলগুলো?

দলের আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হোন। এই সরকার সহজে ক্ষমতা ছেড়ে দেবে না। সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় তাদেরকে বাধ্য করতে হবে।

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম, সোমবার মন্ত্রিপরিষদের সভায় ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে কার বিরুদ্ধে এই জনমত গড়ে তুলবেন? যে রায়ে জনগণের আশা আকাঙ্খা প্রতিফলিত হয়েছে তার বিরুদ্ধে জনমত!

বিএনপি আদালত ও বিদেশিদের ওপর নির্ভর করে ক্ষমতায় আসতে চায়- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো কারো সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত কিংবা সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসেনি। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, জনগণের ভোটেই এসেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ