বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

‘বিজেপি হঠাও’ আন্দোলনের ডাক দিলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সমাবেশ থেকে ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ আন্দোলনের ডাক দিয়েছেন।

তিনি বিজেপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা ভারত ভাগ হতে দেবো না। আজকে যারা দিল্লিতে ক্ষমতায় আছেন, তারা দেশকে আবার ভাগ করতে চাচ্ছেন, তারা ভারতকে ভাগ করতে চাচ্ছেন। কেউ কেউ আবার রাজনৈতিক স্বার্থে বাংলা ভাগও চাচ্ছেন!’

পশ্চিমবঙ্গের মেদিনীপুর কলেজ মাঠে দলীয় এক জনসভায় মমতা ওই মন্তব্য করেন।

বিজেপি’র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আজ থেকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছে। সারা বাংলা জুড়ে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই কর্মসূচি চলবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের কলেজ মাঠ থেকে ওই কর্মসূচির সূচনা করেন।

মমতা বলেন, ‘দলিতদের পিটিয়ে মারা হচ্ছে। ঝাড়খন্ডে আদিবাসীদের জমি কেড়ে নেয়া হচ্ছে। আমি আগামী ৩১ আগস্ট ঝাড়খন্ডে আদিবাসীদের সমর্থনে সমাবেশে যাবো। ২৭ আগস্ট বিহারের পাটনায় লালুপ্রসাদজির র‍্যালিতে যাব। সুতরাং আপনাদের বলছি, ভারত ভাগ করার খেলা আমরা করতে দেবো না।’

তিনি বিজেপি হঠাও, দেশ বাঁচাও৷ বিজেপি হঠাও, বাংলা বাঁচাও স্লোগান দিয়ে লড়াই চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

১৯৪২ সালের ৯ আগস্ট ইংরেজ ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধী। সেই স্লোগানের আদলে এবার নয়া আঙ্গিকে ৯ আগস্টকে সামনে রেখে মমতা ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দিয়েছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ