বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

শাহজালালে যাত্রীর কোমর থেকে ২৫ কেজি স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরত শাহজালাল বিমানবন্দরের এক যাত্রীর কোমর থেকে ২৫০টি স্বর্ণের বার (২৫ কেজি স্বর্ণ) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। তিনি রোগীর বেশে ওই স্বর্ণ কোমরে বহন করে এনেছিলেন।

স্বর্ণ বহনকারী ওই যাত্রীর নাম মো. জামিল। তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় আসেন। তিনি রোগীর বেশে হুইল চেয়ারে বসা ছিলেন।

এক ক্ষুদেবার্তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ইমিগ্রেশন শেষে বিমানবন্দরের গ্রিন চ্যানেল বের হওয়ার সময় হুইল চেয়ারে থাকা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তারা। পরে তার তল্লাশি নেয় কাস্টমসের কর্মকর্তারা। এ সময় কোমর থেকে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। জামিল আক্তারের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।

পান কেন ও কীভাবে খাবেন?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ