রশীদ আহমদঃ নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স এ ডেমক্রেটিক পার্টির প্রাইমারীতে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ এর নির্বাচনী সমাবেশ থেকে আগামী ১২ সেপ্টেম্বর প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান হয়েছে।
বাঙালী অধ্যুষিত ওজন পার্কের মদিনা পার্টি হলে গত ৩১ জুলাই সোমবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে দলমত নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধসহ কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ হেলাল আবু শেখকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।
বক্তারা আসন্ন নির্বাচনে হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুদৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে হেলালকে বিজয়ী করতে চাই। সকলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়ালে তার বিজয় সুনিশ্চিত। তারা বলেন, হেলাল শেখের জন্যে বাংলাদেশি-আমেরিকান ছাড়াও সকল ভোটারের কাছে ভোট চাইতে হবে। একাজে নতুন প্রজন্মকেও কাজে লাগাতে হবে। তারা বলেন, এই নির্বাচনী এলাকার প্রায় ৮০ শতাংশ ভোটারই ডেমোক্রেট। তাই দলীয় প্রাইমারীতে যিনি টিকে যাবেন, তিনিই সিটি কাউন্সিলে বিজয়ী হবেন নিশ্চিত।
হেলাল শেখ বলেন, নিউইয়র্ক সিটি কলেজ অব টেনোলজির নির্বাচিত ভিপির অভিজ্ঞতা ও সবার সহযোগিতা নিয়ে প্রথম বাঙালী কাউন্সিলম্যান হিসেবে কমিউিনিটির সেবা করার সুযোগ চাই। বলেন, পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবেন।
কমিউনিটির সেবায় নিজকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি সিটি কাউন্সিলে বাংলাদেশী-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে চাই।
অনুষ্ঠানে হেলাল আবু শেখ তাকে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
কমিউনিটি এক্টিভিস্ট মুহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় সমাবেশে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খাঁন, ট্রাস্টি একলিমুজ্জামান নুনু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আবু নাসের, হাজী নিজাম উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী ও মখন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবেদীন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একেএম আলমগীর, কমিউনিটি এক্টিভিস্ট মো. নুরুল গনি, আবদুল জলিল, গোলাম মোস্তফা, প্রফেসর সুলতান মাহমুদ, ওজন পার্কের মসজিদ আল আমানের সাবেক সেক্রেটারী জিল্লুর রহমান, জগন্নাথপুরের প্রবীণ শিক্ষক আবু হোরায়রা (সাদ মাস্টার), কমিউনিটি এক্টিভিস্ট আতাউল গনি আসাদ,ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ, মঈনুজামান চৌধুরী, মঈনুল হক চৌধুরীসহ কমিউনিটির নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানে বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্যাম্পেইন কর্মকর্তাবৃন্দসহ দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখ বোর্ড অব ইলেকশনে ২২০০ রেজিট্রার্ড ডেমোক্রেটিক ভোটারের স্বাক্ষরসমেত পিটিশান দাখিল শেষে প্রাইমারীতে একজন প্রার্থী হিসেবে তার নাম নথিভূক্ত হয়েছে। হেলাল আবু শেখ এখন নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) এর অফিসিয়াল প্রার্থী।