আওয়ার ইসলাম : ঢাকা সফররত ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আল ওসাইমিন আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন এবং বিকেল সোয়া ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সফরকালে ওআইসি মহাসচিব এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদল সংসদে বিরোধী দলীয় নেতা রওশান এরশাদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওআইসি মহাসচিব। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া মুসলিম উম্মাহ একতাবদ্ধ হয়ে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম কাউন্সিল অধিবেশন আয়োজন করতে যাচ্ছে। সে কারণে বাংলাদেশ এবং ওআইসি সচিবালয়ের সহযোগিতা ছাড়াও দ্বিপক্ষীয় অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সফরকালে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে ওসাইমিনের। সেখানে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণ করবেন।
বুধবার তিনি ৪ দিনের সফরে শাহজালাল বিমানবন্দরে পৌছান। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান।