আওয়ার ইসলাম : জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশর সিনিয়র সহ-সভাপতি, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আজ বুধবার ২ আগস্ট লন্ডন সময় বিকেল সাড়ে ৬ টার ফ্লাইটে শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দেশে প্রত্যাবর্তন করেন।
২৫ দিনের সংক্ষিপ্ত ইংল্যান্ড সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এএমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এই সফরে তিনি ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশনসহ বিভিন্ন দ্বীনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ব্রিটেন সফরে যাওয়ার পর মারাত্মক অসুস্থ হয়ে পরেন। অসুস্থতার কারনে বৃটেন সফর সংক্ষিপ্ত করে তিনি বাংলাদেশের উদ্দেশ্য রওয়ানা করেন আজ ২ আগস্ট। গত ১২ জুলাই আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে (১৪ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে’র কাউন্সিল ও সম্মেলনে যোগ দিতে লন্ডনে আসেন। গত ১৯ জুলাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ২৫ জুলাই আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর হার্টের এন জি ও গ্রাম সম্পন্ন হয়।
বর্তমানে উনার শারীরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে আল্লামা হবিগঞ্জীর দেশে প্রত্যাবর্তনের সংবাদটি নিশ্চিত করেন তাঁর বড় ছেলে হবিগঞ্জ উমেদনগর জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফিয মাওলানা মাসরুরুল হক।
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী কে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত হয়ে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, সংগঠনের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ, ট্রেজারার হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ, কেন্দ্রীয় সদস্য ডাঃ ইকবাল হুসেন, তবসছুম আহমদ, আরিফ আহমদ লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত হয়ে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী কে বিদায় জানান।
-এজেড