বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আলেম প্রতিনিধি ছাড়া পাঠ্যসূচি কমিটির কোন সিদ্ধান্ত মানা হবে না: মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বহু আন্দোলন সংগ্রামের পর হিন্দুত্ব ও নাস্তিক্যবাদ সম্বলিত সিলেবাস সংশোধিত হওয়ায় নাস্তিক শ্রেণীর গাত্রদাহ শুরু হয়। তাই তারা আরম্ভ করেছে নতুন চক্রান্ত। বাদ দেয়া আপত্তিকর বিষয়গুলো পাঠ্যপুস্তকে পুনরায় অন্তর্ভূক্ত করতে তারা মরিয়া হয়ে উঠে।

সর্বশেষ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন পাঠ্যসূচি কমিটিতে দু’জন বিজ্ঞ আলেম প্রতিনিধি রাখতে। কিন্তু তাঁর এ নির্দেশ অমান্য করে নাস্তিক ও বামদের কমিটিতে কোন আলেম প্রতিনিধি রাখা হয় নি। আলেম প্রতিনিধিহীন এ কমিটি নানা ষড়যন্ত্রের আভাস দিচ্ছে।

আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আলেম প্রতিনিধি ছাড়া পাঠ্যসূচি কমিটির কোন সিদ্ধান্ত মানা হবে না।

গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানদের ফাঁকি দিয়ে পাঠ্যসূচিতে ইসলামী ভাবধারা বিরোধী কোন গল্প, কবিতা ও রচনা যুক্ত করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে।

এ সময় তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ