আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রাপ্তির অনিশ্চিয়তা ও বিমানের শিডিউল বিপর্যয়সহ নানান অনিয়মে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বিভিন্ন জটিলতার কারণে আল্লাহর মেহমান কাবা পথের যাত্রীরা যেন ভোগান্তি ও কষ্টের শিকার না হয় সে ব্যবস্থা সরকারকে করতে হবে।
চলতি বছরে নিবন্ধন সম্পন্ন করা সত্তেও প্রায় ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রাপ্তির ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে শিডিউল বিপর্যয় ঘটছে। প্রায় প্রতিটি ফ্লাইট তিন থেকে আট ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।
এছাড়া ই-ভিসা জটিলতার কারণে হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ গত সাত দিনে ১২টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। প্রতিদিনই বিমানের কোনো-না-কোনো ফ্লাইট ধারণ ক্ষমতার কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। কয়েক দিন আগে ৭৮ জন হজযাত্রীকে বিমানবন্দরে ফেলে রেখেই ফ্লাইট জেদ্দা চলে যায়।
গত ৩১ জুলাই ঢাকা শাহজালাল বিমানবন্দরে বহির্গমন র্যাম্পে ২৬ হজযাত্রী অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
তিনি বলেন, নানা ব্যর্থতা ও অনিয়ম দূর করে হজযাত্রীদের যথাযথভাবে হজপালনের জন্য সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পাঠানো সরকারের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
-এআরকে