আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি হিটলারের প্রেতাত্মা।’ মঙ্গলবার সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের শোকদিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে একটি সভায় বলেন, আওয়ামী লীগ হিটলারের নীতি অনুসরণ করছে।
এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন,‘আজকে বিএনপির মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ নাকি হিটলার, আওয়ামী লীগ নাকি হিটলারকে অনুসরণ করে? ফখরুল সাহেব গলা উঁচু করে বড় বড় কথা বলে গেলেন। শরৎচন্দ্র বাবুরি একটি উপন্যাসে পড়েছি ‘মানুষের শক্তি যত কমে আসে তার মুখে বিষ তত বেশি হয়’। যতই শক্তি কমে আসছে, যতই তারা সংকুচিত হচ্ছে ততই তাদের (বিএনপির) মুখে বিষ বাড়ছে।
হিটলারের ইহুদী হত্যার কথা স্বরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে কাদের বলেন, মহাসচিব সাহেব হিটলার আমাদের বলেন, ৫বছরে আমাদের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছেন, এটা কি ইহুদী হত্যার চেয়ে কম ভয়ঙ্কর। আপনারাই তো হিটলার। এদেশে বিএনপি হচ্ছে হিটলারের প্রেতাত্মা। তারা হিটলারের চেয়েও খারাপ।
আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনার প্রতি বিএনপির ভয় বেশি জানিয়ে কাদের বলেন, তারা (বিএনপি) আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনাকে বেশি ভয় পায়। ফখরুল সাহেব বার বার কেন ভুল করেন। নির্বাচন হবে ইলেকশন কমিশনের অধীনে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। আমরা কি ব্যত্যয় ঘটাবো।
কেক কাটা বন্ধ করুন সংলাপের পরিবেশ সৃষ্টি হবে ১৫ আগস্টে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কেক কাটার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, জাতির পিতার হত্যা দিবসে যারা ভুয়া জন্মদিবসের কেক কাটেন, তাদের সঙ্গে আমরা কিভাবে আলোচনায় বসবো?
দুই দলের শীর্ষ নেতাদের সংলাপের বিষয়ে বলে আসা সুশীল সমাজের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুই নেত্রী একত্রে বসেন না কেন, বসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। যারা এসব কথা বলেন, তারা বোকার স্বর্গে বাস করেন। যেই নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, যেই দলের নেতা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসিত করেছে সেই দলের নেতার সঙ্গে কিভাবে বসি? আপনারাই বলেন?
বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাহালুল মজনু চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিস সিদ্দিক, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।
-এজেড