বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

তুফানের বড় ভাই মতিনকে যুবলীগ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ছাত্রী নির্যাতনকারী তুফান সরকারের বড় ভাই আবদুল মতিন সরকারকে বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন বগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এর আগে গত ৩০ জুলাই তার ছোট ভাই তুফান সরকারকেও শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়। তুফান শ্রমিক লীগ বগুড়া শহর কমিটির আহ্বায়ক ছিলেন।

মতিন সরকার বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আর শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বগুড়ায় ছাত্রীকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে ধর্ষণ ও চুল কেটে দেওয়া মামলার আসামি তুফান সরকারের বড় ভাই তিনি। তার আশ্রয়েই তুফান সরকার বগুড়া শহরে বেপরোয়া হয়ে ওঠেন বলে শহরের বাসিন্দারা জানান।

যুবলীগ নেতা আব্দুল মতিনের ছোট ভাই শ্রমিক লীগ নেতা তুফান সরকার গত ১৭ জুলাই এক কিশোরীকে তার বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

ওই ঘটনার ১০দিন পর তার স্ত্রী আশা এবং বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি ওই কিশোরী এবং তার মায়ের মাথা ন্যাড়া করে তাদের নির্যাতন করে।

পরে ওই ঘটনায় কিশোরী মা বাদী হয়ে মামলা করলে পুলিশ তুফান সরকার তার স্ত্রী আশা, বড় বোন মার্জিয়া হাসান রুমকিসহ মোট ১১জনকে গ্রেপ্তার করে। মামলার পর তুফান সরকারকে শ্রমিক লীগ থেকে বহিস্কার করা হয়।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও মাকেসহ ন্যাড়া করার ঘটনায় শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল মতিন সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ