আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, উপমহাদেশের শীর্ষ হাদীস বিশারদ, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে দেখতে মারকাজুল উলুম লন্ডনে এলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, বিশ্ব বরণ্য আলেম আল্লামা স্যাইয়্যেদ আরশাদ মাদানী।
সোমবার ৩১ জুলাই বিকেল সাড়ে ৮টায় মারকাজুল উলুম লন্ডনে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে দেখতে আসেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা স্যাইয়্যেদ আরশাদ মাদানী।
এ সময় আল্লামা স্যাইয়্যেদ আরশাদ মাদানী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আল্লামা হবিগঞ্জী তার অবস্থার কথা নিজেই বিবরণ দেন। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে একে অপরের সাথে কুশলাদী বিনিময় করেন।
আল্লামা হবিগঞ্জীকে দেখে আল্লামা মাদানী বলেন, কে বলছে আপনি অসুস্থ আপনাকে আরো ভাল লাগছে? তিনি বলেন, চিন্তা করবেন না আপনি খুব তারাতারি পরিপূর্ণ সুস্ত হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আল্লামা হবিগঞ্জী তাকে দেখতে আসায় আল্লামা মাদানীর শুকরিয়া আদায় করেন এবং তার সফর সূচির খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আছগর হোসেন, বিশিষ্ট আলেম মাওলানা শায়খ তরিকুল্লাহ, মারকাজুল উলুম লন্ডনের প্রধান পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ, উপদেষ্টা আলহাজ শামছুজ্জামান চৌধুরী, উপদেষ্টা সৈয়দ ফররুখ আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা সৈয়দ হাসনুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আবদুল মজিদ, ট্রেজারার হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ, মুফতি মুতাহির, হাফিজ রশিদ আহমদ, হাফিজ সাদিকুল ইসলাম, মাওলানা খালিদ প্রমুখ।
উল্লেখ্য, আল্লামা স্যাইয়্যেদ আরশাদ মাদানী যখন মারকাজুল উলুম লন্ডনে আসেন এ সময় আল্লামা হবিগঞ্জীর স্বদেশ প্রত্যাগমন উপলক্ষে বিদায়ী দোয়া মাহফিল চলছিল। এ অনুষ্ঠান আয়োজন করেছিল জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।
দারুল উলুম দেওবন্দে আল্লামা আহমদ শফি