বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক বিরোধী নতুন আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি রেখে নতুন মাদক আইন প্রণয়ন করা হবে।
রবিবার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ব্যবসায়ীদের বিষয়ে জিরো টলারেন্স। তাই মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক সামাজিকভাবে যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না।
মাদক বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমেদ মুক্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজ নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।
বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেন, মাদকের সঙ্গে কারা জড়িত? কেন করছে? এর মূল কারণ উৎঘাটন করতে হবে। যুব সমাজকে কর্মস্থানের ব্যবস্থা করার জন্য সরকারসহ বিত্তবান শিল্প-কারখানা স্থাপনের আহবান জানান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ