চার দিনের সফরে ঢাকা আসছেন ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল অথাইমিন।
অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) এর মহাসচিব তার সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালের নবেম্বরে দায়িত্ব নেওয়ার পরে এটিই তার প্রথম ঢাকা সফর।
ওআইসি মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখাসহ তাদের সঙ্গে ওআইসি-এর একাত্মতা প্রদর্শনের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশেপাশের এলাকা ঘুরে দেখবেন।
এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ ৪৫তম ওআইসির কাউন্সিল অব মিনিস্টার অনুষ্ঠানের আয়োজন করছে। ওআইসি মহাসচিবের এ সফরে ওই অনুষ্ঠান নিয়েও আলোচনা হবে।