পর্যাপ্ত সংখ্যক হজযাত্রী না পাওয়ার কারণে আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া বিজি-৫০২৭ ফ্লাইটটির আজ রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
জানা গেছে, ফ্লাইটটিতে (বিজি-৫০২৭) ৪০৬ জন হজযাত্রী থাকার কথা ছিল। কিন্তু পর্যাপ্ত সংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, অনেক হজযাত্রীর ভিসাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ জন্য তারা নির্ধারিত ফ্লাইটে (বিজি-৫০২৭) যেতে পারছেন না। ফলে ফ্লাইটে দেখা দিয়েছে হজযাত্রী সংকট। এ কারণে ফ্লাইট বাতিল হয়েছে।
গতকাল শনিবারও একই কারণে বিমানের দুটি ফ্লাইট বাতিল হয়। ওই দুই ফ্লাইটে প্রায় ৪০০ জন করে হজযাত্রী বহনের কথা ছিল।