আওয়ার ইসলাম : আগামী ৩১ জুলাই নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেয়ার সময় শেষ হচ্ছে।
নিবন্ধনের শর্ত অনুযায়ী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে তাদের বার্ষিক হিসাব বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। খবর বাসসের।
কমিশন সূত্র জানায়, নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টিসহ মাত্র চারটি দল তাদের অডিট রিপোর্ট কমিশনে জমা দিয়েছে। আওয়ামী লীগ-বিএনপিসহ ৩৬টি দল এখনো বার্ষিক আর্থিক বিবরণী জমা দেয়নি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের বার্ষিক হিসাব বিবরণীর তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তাদের দলের আয়-ব্যয়ের বিবরণী ইসিতে জমা দেয়া হবে।
ইসি সচিবালয়ের সহকারী সচিব রওশন আরা জানান, অধিকাংশ রাজনৈতিক দল ইতোমধ্যে হিসাব জমা দেয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। ৩১ জুলাইয়ের পর কমিশনের কাছে সার্বিক বিষয় উপস্থাপন করা হবে। হিসাব বিবরণী জমা দিতে ব্যর্থ দলগুলোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো আয়-ব্যয় প্রতিবেদন জমা না দিলে কমিশন নিবন্ধন বতিলেরও ক্ষমতা রাখে।
-এজেড