আওযার ইসলাম : রাজধানী ঢাকা অপরিকল্পিত এক নগরীতে পরিণত হয়েছে। মানুষের চেয়ে ক্রমশ তা মশার বাসোপযোগী জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। রাস্তা ও ফ্লাইওভার নির্মাণের কর্মযজ্ঞ আর খোঁড়াখুঁড়ির ফলে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, যেখানে-সেখানে ছড়ানো আর স্তূপীকৃত ময়লা, ময়লা দুর্গন্ধযুক্ত পয়ো ও শিল্পবজ্র্যের প্রবহমান নালায় রূপ নিয়েছে। ঢাকা নগরীর বাসিন্দাদের কাছে যানজট ও ময়লা-আবর্জনার দুর্গন্ধ সহ্য করা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। উন্নয়নের জোয়ারে ভাসা নগরীর সব জাতের মানুষই বিপদে পড়ে, যখন আকাশ থেকে প্রবল বৃষ্টিপাত হয়। তখন এই নগরীর পয়োবর্জ্য আর শিল্প বর্জ্য মেশা ময়লা পানি রাস্তায় ও গলি উপচে বাড়ির ভেতরে ঢোকে। ঢাকার সড়কগুলো হয়ে যায় নদী।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৬ বছর, কিন্তু ঢাকা নগরীর পয়োবর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের কিছু হলো না, বরং নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে জলাবদ্ধ নগরীতে পরিণত হয়েছে। দুই সিটির মেয়র রাজধানীবাসীর জন্য কিছুই করতে পারেননি। সবাই ভাগবাটোয়ারায় ব্যস্ত। এমতাবস্থায় রাজধানীর সর্বস্তরের জনগণ অসহায় জীবন যাপন করছেন। এ অবস্থার উন্নতি না হলে ঢাকায় মানুষ বসবাসের উপযুক্ততা হারাবে।
-এজেড