আওয়ার ইসলাম : মাত্র চব্বিশ ঘণ্টা ভিসা প্রদান করবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে মাত্র চব্বিশ ঘণ্টায় ভিসা হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রক্রিয়া তরান্বিত করতে, অত্যাধুনিক মেশিনারি প্রযুক্তি সংযোজন করেছে। ফলে এখন বিদেশি বিনিয়োগকারীগণ একদিনেই লাভ করবে সৌদি আরবের ভিসা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উসালাম নাগলি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্রমবর্ধন বেকারত্ব ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিদেশি বিনিয়োগ উদ্বুদ্ধকরণের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ চব্বিশ ঘণ্টায় ভিসা প্রদান।’ তিনি আরও বলেন, ‘শুধু বিনিয়োগকারী নয়; বরং যে কোনো কমার্শিয়াল ভিসা পাওয়া যাবে কয়েক দিনে।’
নতুন প্রক্রিয়ায় ভিসার আবেদন করা যাবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা ও তেলের আন্তর্জাতিক দরপতন সৌদি আরবের অর্থনীতিকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। সে আলোকে সৌদি সরকারের অর্থ ও উন্নয়ন বিভাগ কয়েক মাস পূর্বে সৌদি আরবে বিদেশি বিনিয়োগ সহজ করার নীতিগত সিদ্ধান্ত নেই। তারা জানিয়েছে, সৌদি আরবে একজন বিদেশি বিনিয়োগকারীর পূর্বে যেখানে ৩০ দিন সময় লাগত সেখানে ২ দিন সময় প্রয়োজন হবে।
সূত্র : আরব নিউজ
-এআরকে