আওয়ার ইসলাম: অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পূর্ব তিমুরে ৮০ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
দেশটির ন্যাশনাল পুলিশ ফোর্স (পিএনপিএল) এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার (০৬ জানুয়ারি) বাংলাদেশিদের আটক করা হয়েছে। ট্যুরিস্ট ভিসায় পূর্ব তিমুরে আসলেও তারা নানান কাজে যুক্ত ছিলেন।
জানা যায়, আটক বাংলাদেশিরা পূর্ব তিমুরের রাজধানী দিলির বিভিন্ন মদের দোকানে কাজ করতেন।
অভিবাসীদের আটকের বিষয়টি আইন অনুযায়ী তদন্তাধীন অবস্থায় আছে বলে জানান দেশটির অভিবাসন পুলিশ কর্মকর্তা ভিসেন্তে গুজমাও।
আরআর