আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) রাহীল শরিফকে ৩৯টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ইসলামিক সামরিক জোটের প্রধান নিয়োগ দেয়া হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডন'র।
সন্ত্রাস দমনে সৌদি আরব গত বছরের ডিসেম্বরে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এ জোট সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কাজ করবে।
জিও টিভি'র টকশো-তে খাজা আসিফ জানান, কিছুদিন আগে রাহীল শরিফকে নিয়োগ দেয়ার বিষয়ে একটি চুক্তি হয়। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
রিয়াদ কিংবা ইসলামাবাদ এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছিল কি না- এমন এক প্রশ্নে তিনি বলেন, 'না, অবশ্যই এই নিয়োগে পাকিস্তান সরকারের অংশগ্রহণ ছিল।'
প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যথাযথ অনুমোদনের প্রয়োজন হয় এবং চুক্তি সম্পন্ন হওয়ার আগে সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
রাহীল শরিফ তার তিন বছরের মেয়াদ শেষে ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন। দায়িত্ব পালনকালে দেশটির সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেন তিনি।
আরআর