সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

'ভারতের নিষ্ঠুরতা গুঁড়িয়ে দেওয়ার সময় এসেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nawaj_sharif_bdpআওয়ার ইসলাম:ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গি বুরহান ওয়ানিকে এক 'প্রতিশ্রুতিমান সহজাত নেতা' হিসেবে উল্লেখ করে কাশ্মীর ইস্যুতে ভারতকে আক্রমণ করলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এর।

বৃহস্পতিবার পাকিস্তানী সংসদে কাশ্মীর সংক্রান্ত দুই দিনের এক আলোচনাসভায় ২০১৬ সালের ৮ জুলাই নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিরকে প্রশংসায় ভাসালেন নওয়াজ শরিফ।

সেই সঙ্গে কাশ্মীর যে বরাবরই পাকিস্তানের অংশ, সে কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। একই সঙ্গে 'নিজ অধিকারের জন্য কাশ্মীরবাসীর সংগ্রাম'কেও সম্মান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এদিন কাশ্মীর সমস্যা নিয়ে সরাসরি ভারতের দিকে আঙুল তুলে শরিফ বলেন, 'বিশ্বের উচিত ভারতকে জানানো যে, যথেষ্ট হয়েছে। শহিদ বুরহান ওয়ানির আত্মত্যাগ কাশ্মীর আন্দোলনকে নতুন ভাবে উজ্জীবিত করেছে। ' সেই সঙ্গে 'আক্রমনাত্মক ভারত' প্রতিবাদরত কাশ্মীরবাসীর ওপর অত্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, পাকিস্তান কাশ্মীরের নাগরিকদের আন্দোলন সমর্থন করে এবং তার জন্য নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সাহায্য করতে প্রস্তুত। বিশ্বের বেশ কয়েকটি দেশে কাশ্মীরবাসীর দাবি সম্পর্কে জানাতে ইতিমধ্যে পাকিস্তান দূত পাঠিয়েছে বলেও তিনি জানিয়েছেন। এমনকি রাষ্ট্রপক্ষের সাধারণ সভার অধিবেশনে তিনি নিজে যে সেই বার্তা পৌঁছে দিয়েছেন, সে কথাও জানান শরিফ।

বৃহস্পতিবার পাক সংসদের বিশেষ আলোচনাসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ জানান, "আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ার বিরুদ্ধে কাশ্মীর ইস্যু এক কলঙ্ক। রাষ্ট্রপক্ষের নিরাপত্তা পরিষদের সামনে কাশ্মীর ও প্যালেস্তাইন সমস্যার কোনও সমাধান নেই। কাশ্মীরের মানুষ নিজস্ব অধিকারের জন্য নিরন্তর সংগ্রাম করছেন। কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হতে পারে গণভোটে, যা রাষ্ট্রপক্ষের উদ্যোগে আয়োজন করা জরুরি। "

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ