আওয়ার ইসলাম: উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি ও এর নেতাদের আসন্ন বিধানসভা নির্বাচনে শিক্ষা দিতে সেখানকার মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।
তিনি বলেছেন, সমাজবাদী দলের নেতারা ২০১২ সালের নির্বাচনী মেনিফেস্টোতে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণে ব্যর্থ হয়েছেন। এ জন্য তাদেরকে শিক্ষা দিতে হবে। আরেকটি সুযোগ মুসলিমদের সামনে। এই সুযোগ নিয়ে নতুন করে ভাবতে হবে। টাইমস অব ইন্ডিয়াকে তিনি টেলিফোনে সমাজবাদী পার্টি নিয়ে এমন সব কথা বলেছেন।
উল্লেখ্য, ইমাম সৈয়দ আহমেদ বুখারি ২০১২ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রকাশ্যে সমাজবাদী দলকে সমর্থন দিয়েছিলেন। শুধু তাই-ই নয়। সমাজবাদী দলের মুলায়ম সিং যাদবের সঙ্গে একই মঞ্চে উঠেছিলেন তিনি। ইমাম বুখারি বলেছেন, সমাজবাদী দল মুসলিমদের সঙ্গে প্রতারণা করেছে। তারা কেন্দ্রীয় সরকার গঠনে সমর্থন দিয়েছে বিজেপিকে। তারপর থেকে এখন পর্যন্ত মুলায়ম সিং যাদবের পরিবারের ৫ এমপিকে পাঠানো হয়েছে লোকসভায়। এ দলের নেতারা ২০১২ সালে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণে ব্যর্থ হয়েছেন। তাই ইমাম বুখারি আহ্বান জানান মুসলিমদের প্রতি।
তিনি বলেন, প্রতারণা করার কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী দলের লড়াইরত অংশগুলোকে একটি শিক্ষা দেয়া উচিত মুসলিমদের। মুসলিমদের এ জন্য বিকল্পট খোঁজা উচিত। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে সমাজবাদী দল মুসলিমদের জন্য কিছুই করে নি। ইমাম বুখারি বলেন, ২০১২ সালের বিধানসভা নির্বাচনের আগে মুলায়ম সিং আমার সমর্থন চেয়েছিলেন। সে সময় অনেক দাবির মধ্যে মুসলিমদের জন্য শতকরা ১৮ ভাগ কোটা সংরক্ষণ করার দাবি উত্থাপন করা হয়েছিল। মুলায়ম সিং যাদব তা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মুসলিমদের মৌলিক অধিকারটুকু রক্ষা করতেও ব্যর্থ হয়েছে সরকার।
তিনি আরও বলেন, সমাজবাদী দলের অধীনে মাত্র এক বছরে উত্তর প্রদেশে ১১৩টি সাম্প্রদায়িক অপরাধ ঘটেছে। কারফিউ দিতে হয়েছে ১৩টি স্থানে। শাহী ইমাম আরও অভিযোগ করেন। বলেন, এ ছাড়াও মুসলিমদেরকে রাজ্যে প্রশাসনিক পর্যায়ে পর্যাপ্ত পদ দেয়া হয় নি। উল্লেখ্য, গত অক্টোবরে ইমাম বুখারি লক্ষ্ণৌতে যাদব পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। এ সময তাদেরকে মতপার্থক্য মিটিয়ে ফেলার আহ্বান জানান।
ওই সময় ইমাম বুখারি আলাদাভাবে সাক্ষাত করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, তার পিতা মুলায়ম সিং যাদব ও শিবপাল যাদবের সঙ্গে। এরপর তারা চারজনে আবার একত্রে বৈঠক করেন। ওই সময় শাহী ইমাম বুখারি বলেছিলেন, তাদের পরিবারের মধ্যে যে লড়াই চলছে তাতে করণীয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে মুসলিমরা। অনেক আশা নিয়ে সমাজবাদী দলকে ভোট দিয়েছিলেন মুসলিমরা। তারা প্রার্থনা করছেন পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব যেন কেটে যায়।
ডিএস