ওমর শাহ : ইচ্ছাকৃত জুমার নামাজ ছেড়ে দিলেই ৬ মাসের জেল এবং সেই সাথে তেইশ হাজার পাচশো টাকা জরিমানা গুনতে হবে। সম্প্রতি এ আইনটি পাশ করেছে মালয়েশিয়ার অঙ্গরাজ্য তারাঙ্গানুনু।
এন এস টি সূত্রে, তারাঙ্গানুনের এসেম্বলীতে শরিয়া ক্রামই ল’তে আইনটি পাস হয়।
রিপোর্টে বলা হয়, শরিয়া ক্রিমিনাল আইনের ভিত্তিতে ১৯ এবং ৫৩ ধারায় রয়েছে, রমজান মাসে পবিত্রতা রক্ষা, নারীদের উক্তত্য করা ও ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ায় কারণে শাস্তি ও জরিমানা গুনতে হবে। এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের জেল ও তিন রিঙ্গিত জরিমানা আদায় করতে হবে । মালয়েশিয়ায় শরিয়া আইন বাস্তবায়নে দেশটিতে কড়াকড়ি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: দৈনিক পাকিস্তান উর্দূ
এবিআর