মুফতী আব্দুল্লাহ বিন রফিক: নামাযের আগে ওজু করতে হয়। নামাজ পড়তে গেলে ওজু ছাড়া নামাজের কল্পনাই করা যায় না। ওজু করার সময় কিংবা ওজু করার পরে হাঁটুর ওপরে কাপড় উঠলে ওজু ভেঙ্গে যায় বলে কিছু মানুষের ভুল ধারণা আছে। আজ আমাদের কথা সে বিষয়টি নিয়েই।
আদতে ওজুর সাথে সতর ঢাকার কোন সম্পর্ক নেই। সতর খোলা রেখে আপনি অজু করলেও ওজু হয়ে যাবে। এতে অজুর কোন ব্যাঘাত ঘটবে না। সতরের সাথে ওজুর সম্পর্ক নেই। ওজু হওয়া বা না হওয়ার সম্পর্ক ফরজের সাথে। আর সতর খোলা রাখা এই কারণগুলোর কোনোটাতে পড়ে না। তাই হাঁটুর ওপরে কাপড় থাকায় ওজু নষ্ট হওয়ার ভয় নেই।