আবিদ আনাম
মোবাইলের চার্জ ফুরিয়ে যায় যখন তখন। চার্জার থাকলেও ইলেক্ট্রিক তো চাই। কিন্তু লেবু দিয়ে নাকি বিদ্যুৎ ছাড়াই মোবাইল ফোন চার্জ দেয়া যায়।
এটা কি হতে পারে? একটা পাতিলেবু দিয়ে মোবাইল ফোন চার্জ?
এটা যদি সত্যি হয় তবে তো কথাই নেই। সঙ্গে আর চার্জার রাখার দরকার থাকবে না, কোথাও গিয়ে প্লাগ পয়েন্ট খুঁজতে হবে না। ব্যাগে একটা পাতিলেবু রেখে দিলেই হল। যখন খুশি, যেখানে খুশি লেবু কেটে নিলেই হয়ে যাবে মোবাইল চার্জ।
এই লিংকে ক্লিক করে দেখুন ভিডিও: